Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ড থেকে মুশফিকের নারী দিবসের শুভেচ্ছা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:১০ PM আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview



আজ ৮ মার্চ । বিশ্ব নারী দিবস। বিশ্বের অন্য সকল দেশের মত বাংলাদেশেও জাকজমকভাবে পালন করা হচ্ছে দিবসটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশের খেলোয়াড়ও। সুদূর নিউজিল্যান্ড থেকেই নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ-এ একটি ছবিসহ নারী দিবসের পোস্ট দেন মুশফিক। ছবিতে মা, শাশুড়ি ও স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির সাথে মুশফিকও আছেন। ছবির ক্যাপশনে মুশফিক লিখেন, ‘পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা। 

এখানে ছবিতে রয়েছে আমার জীবনের কয়েকজন শক্ত স্তম্ভ, যাদের জন্য আমি এই দিনটি উদযাপন করি। সবাইকে ভালোবাসি।’
বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছেন মুশফিক। পাজর ও কব্জির ইনজুরির কারনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

Bootstrap Image Preview