Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাঠে ঢুকে ধোনিকে 'দাবড়িয়ে' ধরলেন ভক্ত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৬:৫৩ PM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


প্রিয় খেলোয়াড়ের সান্নিধ্য পেতে প্রায় সময় ক্রিকেট মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা আমরা শুনে থাকি। চলতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তেমনি এক ঘটনা ঘটেছিলো। 

তবে মাঠে দর্শকঢুকে পড়ার এই ঘটনা অন্য ঘটনাগুলোর মত নয়। নাগপুরে সেদিন ব্যাটিং করছিলো অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়ে ছিলো বিরাটরা। ঠিক সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে  পড়ে একজন দর্শক।

প্রিয় খেলোয়াড় ধোনির দিকে তখন সেই দর্শক দৌড়াতে থাকেন। কিন্তু ধোনি বিষয়টি বুঝতে পেরে সেই ভক্তের সঙ্গে একটু মজাও করলেন। তিনিও সোজা দৌড়াতে থাকলেন। ধোনিকে ধরার জন্য ভক্ত চারদিকে দৌড়াতে থাকে কিন্তু ধোনি কিছুতেই ধরা দিচ্ছিলেন না। অবশেষে এক পর্যায়ে প্রিয় তারকার সঙ্গে বুক মেলাতে সক্ষম হন। 

এখানেই শেষ নয়, এরপর বিরাট কোহলির পেছনে লাগেন। অবশেষে নিরাপত্তারক্ষীরা এসে তাকে বের করে নিয়ে যায়। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পড়েছেন ধোনি  তবে এখনো  তারুণ্য হারিয়ে ফেলেননি। 
 

Bootstrap Image Preview