Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক্সরে রিপোর্টের দিকে তাকিয়ে সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ০২:২৮ PM আপডেট: ০১ মার্চ ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


৮ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।  এই টেস্টে ফিরতে পারেন হাতের ইনজুরিতে ওয়ানডে ও প্রথম টেস্ট থেকে দল থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসান।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘আগামীকাল (আজ) অথবা পরশু সাকিবের আঙুলের এক্সরে করা হবে। যদি ব্যথা কম থাকে এবং রিপোর্টের ফল ভালো আসে তাহলে তিনি অনুশীলন শুরু করবেন। আর যদি মনে করেন টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন, তাহলে খেলবেন। সেটি নির্ভর করবে এক্সরে রিপোর্ট এবং তার আঙুলের অবস্থার ওপর। রিপোর্ট ভালো না হলে বিশ্রামে থাকবেন।’

গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে বাঁ-হাতের তর্জনীতে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেয়া হয় সাকিবকে। সাকিব এ মুহূর্তে সপরিবারে রয়েছেন থাইল্যান্ডে। দু-তিনদিন পর তার দেশে ফেরার কথা। ধারণা করা হচ্ছে, আঙুলের এক্সরে তিনি ব্যাংককেই করাবেন। ৮ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মূলত এক্সরে রিপোর্টের উপরই নির্ভর করছে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা।

Bootstrap Image Preview