Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, জানুয়ারী ২০২৬ | ২৯ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিএসএল 'নিষিদ্ধ' করলো ভারতীয় টিভি চ্যানেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ PM আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১২ PM

bdmorning Image Preview


দুবাইতে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের চতুর্থ আসর। এই আসরে টিভি স্বত্ত্বও কিনেছিল ডিস্পোর্টস। কিন্তু কাশ্মীরে জওয়ানদের নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তাঁরা পিএসএল খেলা সম্প্রচার নিষিদ্ধ করলো। 

ভারতীয় এই সম্প্রচারকারী চ্যানেল জানিয়ে দিল, তারা পাকিস্তানি সুপার লিগের খেলা আর দেখাবে না। পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাত থেকেই ভারতে পিএসএল-এর সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার কথা ছিলো। তবে প্রযুক্তিগত কিছু সমস্য়ার কারণে শনিবার পর্যন্ত চালু ছিল সম্প্রচার। চ্যানেলের এক আধিকারিক জানিয়েছেন, খেলার সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ক্রিকেট সহ অন্য সম্পর্ক আগেই ছিন্ন হয়েছিল। তবে এবার আরও খাদের কিনারায় ঠেলে দেওয়া হল ক্রিকেট সম্পর্ককে। পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে ক্ষোভের বারুদ জ্বলছে।

Bootstrap Image Preview