Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবের পরে এবার ছেটে ফেলা হচ্ছে মুশফিককে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১১:১৫ AM আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২০, ১১:১৫ AM

bdmorning Image Preview


পাকিস্তান সফরে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তটি ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে পরিবারের শঙ্কার কথা চিন্তা করে সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মুশফিকুর রহিম। শোনা যাচ্ছে, এই কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দলে নাও রাখা হতে পারে মুশফিককে।

একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিক। বিষয়টা মোটেও পছন্দ হয়নি বিসিবির। সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরিই তার অসন্তুষ্ঠির কথা জানিয়েছেন।

জিম্বাবুয়ে সিরিজে মুশফিককে নেওয়া হবে কি হবে না সেই চিন্তাও যে করা হচ্ছে তাও খোলাসা করেন বিসিবি প্রধান। পাকিস্তান থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরে তিনি বলেন, ‘মুশফিক বলল পাকিস্তান যাবে না। এখন সামনের টেস্টে নতুন কাউকে নিলাম। জিম্বাবুয়ের সাথে আবার মুশফিক খেলবে। এরপর পাকিস্তানের বিপক্ষে পরের টেস্টের জন্য আবার বদল। প্রতি খেলার আগে পরিবর্তন করা খুব কঠিন।’

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও পাপনের কথায় সুর মিলিয়েছেন, ‘পাকিস্তান থেকে ফেরার পর আমরা মূল্যায়ন করব। মনে রাখতে হবে, সর্বশেষ টেস্ট সিরিজে মুশফিক রান পেয়েছে। একই সঙ্গে এটিও বিবেচনায় রাখতে হবে যে, একটি ব্যাটিং লাইনআপ বেছে নেওয়া, এক টেস্ট পর তা বদলানো, পরে তৃতীয় টেস্টের জন্য আরেক দফায় পরিবর্তন করাটা কঠিন। আমি ছেলেদের টানা খেলাতে চাই।’

কোচের ‘ছেলেদের টানা খেলাতে চাই’ কথার সঙ্গে একমত বিসিবির প্রভাবশালী বেশ কয়েকজন পরিচালকও। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মুশফিককে না দেখতে পাবার সম্ভাবনা ভালোভাবেই জেগেছে।

রওয়ালপিন্ডি টেস্ট খেলতে আজ পাকিস্তানের যাচ্ছে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। এরপর ফিরে আসবে বাংলাদেশ। এপ্রিলের প্রথমভাগে আবারও পাকিস্তানে গিয়ে একটি ওয়ানডে ও অন্য একটি টেস্ট খেলবে টাইগাররা। এই দুই সিরিজের মাঝে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Bootstrap Image Preview