Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোট সারিয়ে উঠে দাড়াচ্ছেন সাইফুদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১২:৫৩ PM

bdmorning Image Preview


দীর্ঘমেয়াদী পুনর্বাসনে কাজ হয়েছে। সবশেষ স্ক্যান রিপোর্ট সাইফুদ্দিনকে দিচ্ছে ফেরার বার্তা। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বুধবার করানো স্ক্যানের রিপোর্ট ভালো হওয়ায় সাইফুদ্দিন এখন থেকে ওয়ার্ক লোড নিতে পারবেন। ধীরে ধীরে শুরু করবেন ব্যাটিং-বোলিং।

ছুটি কাটিয়ে শুক্রবার বাংলাদেশে আসবেন জাতীয় দলের সাউথ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তার অধীনে চলবে সাইফুদ্দিনের শেষ ধাপের পুনর্বাসন।

কোমরে ৯ বছর আগের পুরনো চোট ফিরে আসায় ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বেশ ধকল গেছে সাইফুদ্দিনের। চোট নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেললেও ভারত সফরে যেতে পারেননি। পেস-অলরাউন্ডার খেলতে পারছেন না বিপিএলে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া। কোমরের ফ্যাসেল জয়েন্টের পেইন থেকে মুক্তি পেতে বেশ কিছুদিন থাকতে হয়েছে পূর্ণ বিশ্রামে। অবস্থা যাচাইয়ে নিয়মিত করাতে হয়েছে স্ক্যান।

তিন মাস বাইরে থাকা জাতীয় দলের প্রতিভাবান অলরাউন্ডার সাইফুদ্দিন ঠিক কবে ম্যাচ খেলার ফিটনেস ফিরে পাবেন সেটি নির্ভর করবে ফিজিওর অধীনে কাজ শুরুর পর। ডা. দেবাশীষ বললেন, ‘কবে থেকে খেলতে পারবে সেটি এখনই বলা কঠিন।’

সাইফুদ্দিনের জটিল সমস্যা সমাধানে চিকিৎসকদের দিতে হয়েছে বাড়তি শ্রম। কোন পদ্ধতিতে আগালে ব্যথা সেরে উঠবে সেটি নিয়ে ভাবনা-চিন্তা কম করতে হয়নি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষের। সাইফুদ্দিনকে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির। সেখানকার এক চিকিৎসককে ধাপে ধাপে পাঠানো হয় স্ক্যান রিপোর্ট। যার পরামর্শ মেনেই চলেছে চিকিৎসা।

Bootstrap Image Preview