Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শীর্ষস্থান ফিরে পেল চট্টগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১০:৪৮ AM আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১০:৪৮ AM

bdmorning Image Preview


ইমরুল কায়েস এবং লেন্ডল সিমন্সের হাফ সেঞ্চুরিতে রাজশাহী রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন ইমরুল। তাঁর ব্যাটে ভর করে হারানো শীর্ষস্থান ফিরে পেয়েছে চট্টগ্রাম।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান সংগ্রহ করে রাজশাহী। লক্ষ্য তাড়ায় ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।

১৬৭ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে আন্দ্রে রাসেলকে চার মেরে আগ্রাসী মনোভাব দেখান লেন্ডল সিমন্স। প্রথম ওভারে আরেকটি ছক্কা মেরে ১০ রান নিয়ে শুরু করেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরের ওভার মাত্র এক রান দিয়ে শেষ করেন মোহাম্মদ ইরফান।

ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে তোপের মুখে পড়েন স্পিনার আফিফ হোসেন। বিধ্বংসী ব্যাটসম্যান ক্রি গেইল তিন ছক্কা এবং ১ চারে সেই ওভার থেকে ২২ রান তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঝড়ের আভাস দিয়ে টিকতে পারেননি গেইল। কামরুল ইসলাম রাব্বির করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গেইল। ১০ বলে ২৩ রান করেন এই ক্যারিবিয়ান।

গেইল বিদায় নিলে দেখেশুনে খেলা শুরু করেন সিমন্স। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া এই ওপেনার নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। উদাসীনতায় রান আউট হয়ে ৪৩ বলে ৫১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সিমন্সকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন  ইমরুল কায়েস। দুইজনে গড়েছিলেন ৭৭ রানের জুটি।

Bootstrap Image Preview