Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন দেশের তিনজনের গোলে ফাইনালে বসুন্ধরা কিংস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০১:১৮ PM আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০১:১৮ PM

bdmorning Image Preview


গত বছরের মতো এবারও মৌসুমসূচক ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল গতবারের রানার্সআপরা।

আগের সন্ধ্যায় মোহামেডানকে হারিয়ে প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়েছে পুরোনো ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ৫ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে কিংস আর রহমতগঞ্জ। যে দলই জিতুক ফেডারেশন কাপ পাবে ৮ বছর পর নতুন চ্যাম্পিয়ন।

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শক্তিশালী দলই গঠন করেছে। মৌসুমের প্রথম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে সে শক্তিমত্তার প্রমাণও দেয় পুলিশ। তবে বসুন্ধরা কিংসের সামনে সেমিফাইনালের চাপটা নিতে পারেনি নতুন দলটি। লড়াই করেও ৩-০ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় তাদের।

বসুন্ধরা কিংস এগিয়ে যায় ১৬ মিনিটে তপু বর্মনের পেনাল্টি গোলে। কিরগিজস্তানের বখতিয়ার বল নিয়ে বক্সে ঢুকলে তাকে পেছন থেকে ফেলে দেন পুলিশের ডিফেন্ডার মো. তারা। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তপু নিশানাভেদ করে এগিয়ে দেন দলকে।

দ্বিতীয়ার্ধেও খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। দলের সেরা খেলোয়াড় কোস্টারিকার কলিন্দ্রেস দুই জনকে কাটিয়ে জোড়ালো শটে গোল করেন। ইনজুরি সময়ে আর্জেন্টানইন নিকোলাস ব্যবধান ৩-০ করেন।

Bootstrap Image Preview