Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশ সবার আগে: প্রিটোরিয়াস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


কোলপাক চুক্তিতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার চিন্তা বাদ দিয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস। সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা এই প্রোটিয়া অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

প্রিটোরিয়াস নটিংহ্যামশায়ারের হয়ে দীর্ঘমেয়াদে কোলপাক চুক্তিতে জড়ানোর চিন্তা করছিলেন বলে জানিয়েছে এসএক্রিকেটম্যাগ। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রশাসনের রদবদলের কারণে নিজের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথের আশ্বাসে নিজ দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২২টি ওয়ানডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড সিরিজে খেলছেন আন্দিলে ফেহলুকায়োর জায়গায়। 

তাঁর ওপর রাখা টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান ব্যাটে-বলে দিয়েছেন প্রিটোরিয়াস। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। এমন সময় ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কককে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন তিনি।

প্রিটোরিয়াসের ব্যাট থেকে আসে ৩৩ রান। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান করে ফিরেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে বল হাতে দুই উইকেট নিয়ে দলকে জয় পেতে সাহায্য করেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

কোলপাক চুক্তির কারণে এই মৌসুমে হাশিম আমলা, ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের মতো ক্রিকেটারদের হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে খেলা ফিল্যান্ডার কোলপাক চুক্তিতে সমারসেটে নাম লিখিয়েছেন।

Bootstrap Image Preview