Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বুধবার, মে ২০২৫ | ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে নিজেকে অবিক্রিত খেলোয়াড় বললেন মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


'আমি তো অলমোস্ট আনসোল্ড থাকি। আমার কাছে আশা কই করে। আশা করলে তো সবার আগে সোল্ড হয়ে যাওয়ার কথা। এটা ঠিক কিনা জানি না, এটা মালিকরা বলতে পারবে। তবে সব দলই সমান প্রত্যাশা নিয়েই খেলে। আমরাও সেটাই করছি। আশা শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করব। উইথ আ বিট অফ লাক।'

কথা গুলো বলেছেন ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। আজ মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৬ উইকেটে হারের পর গণমাধ্যমমের মুখোমুখি হন তিনি। সেখানে ম্যাশের কাছে জানতে চাওয়া হয় আপনার কাছে দলের প্রত্যাশা তো অনেক। তখন তিনি হাসি মুখে কথা গুলো বলেন।

তবে কথা বলার সময় তাঁর সেই মুখের হাসি দেখে বুঝাই যাচ্ছিলো অনেক আক্ষেপে কথা গুলো বলছেন। কারণ গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদানের কথা বলা শেষ করা যাবে না।তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে সফল ক্যাপ্টেন। 

বিশ্বকাপের পর দীর্ঘ দিন বিশ্রামে ছিলেন তিনি। তবে নিয়মিত অনুশীলন চালিয়েছেন।যেহেতু তিনি এক ফর্মেটে খেলেন তাই ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও ভারত সফরে দলের সাথে ছিলেন না। 

এরপর বঙ্গবন্ধু বিপিএলের নিলামে সবাই একটু অবাকই হন। কারণ কোন ফ্র্যাঞ্চাইজি ম্যাশকে দলে নিতে আগ্রহ দেখায় না। অবশেষে নিলামের শেষ মুহুর্তে ঢাকা প্লাটুন তাকে দলে নেন। হয়তো ঢাকা প্লাটুন তাকে দলে না নিলে বিপিএলে দর্শক হয়ে থাকতেন সবার প্রিয় ম্যাশ। নিলামের সেই আক্ষেপটা এখনো মনে ভিতর বয়ে নিয়ে বেড়াচ্ছেন। 

Bootstrap Image Preview