চলতি বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বের দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার ও ঢাকা প্লাটুন। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে মাশরাফিরা।
ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন মুমিনুল হক ৩৪ বলে ৩২ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এছাড়ও ওহাব রিয়াজ ২৩ ও তামিম ২১ রান করেন।
মিরপুরের এই বোলিং উইকেটে ১২৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই সিমন্সকে হারিয়ে চাপের মুখে পড়ে চট্টগ্রাম। কিন্তু সেই চাপ কাটিয়ে ম্যাচের হাল ধরেন ক্যাপ্টেন ইমরুল কায়েস। তাঁর ৫৩ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংসে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম।
১৮ ওভার ৪ বলে ৬ উইকেটের বিরাট জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।