Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাদের দল সেমিফাইনাল খেলবে: ডেলপোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ AM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলে প্লে অফের দৌড়ে পিছিয়ে রয়েছে রংপুর রেঞ্জার্স। টুর্নামেন্টে ৫ ম্যাচের ৪টিতেই পরাজিত হয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি।পরবর্তী রাউন্ডে যেতে হলে বাকি ম্যাচগুলোতে জেতার বিকল্প নেই রংপুরের।  

যদিও একটি ম্যাচ জেতা রংপুরের প্লে অফে খেলার সম্ভাবনা কতটা, সেটা নিয়ে নিশ্চিত নন দলটির দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট। রংপুরের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। তাই দলের সার্বিক অবস্থা নিয়ে খুব একটা ধারণা নেই তাঁর। 

এ প্রসঙ্গে ডেলপোর্ট বলেন, ‘আমি আসলে নিশ্চিত না। আমি শুরু থেকে টুর্নামেন্টে ছিলাম না। আমি চার নম্বর ম্যাচ থেকে যোগ দিয়েছি টুর্নামেন্টে। আমরা ভালো ব্যাটিং করেছি। বোলিং নিয়ে এখনও কিছুটা চিন্তা আছে। তবে আমি মনে করি দলের অবস্থা ভালো।’  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে গত ম্যাচে ৬ উইকেটের জয় পায় রংপুর। এই ম্যাচে ৩৭ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটসম্যান লুইস গ্রেগরি। তাঁর দারুণ ব্যাটিংয়ের কল্যাণেই প্রথম জয়ের দেখা পায় রেঞ্জার্স। ডেলপোর্টের বিশ্বাস, এভাবে খেলতে পারলে সেমিফাইনালে পা রাখতে পারবে তাঁর দল।

তিনি বলেন, ‘আমি অবশ্যই বিশ্বাস করি, আমাদের দল সেমিফাইনাল খেলবে। চট্টগ্রামে শেষ ম্যাচে আমরা মোমেন্টাম পেয়েছিলাম। লুইস ভালো খেলেছে এবং জুটি পেয়েছিল। আমি মনে করি আমরা ম্যাচ জিততে পারব এবং সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারব।’ 

খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবার (আজ) নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে রংপুর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি। 

Bootstrap Image Preview