Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, নভেম্বার ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ PM আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ PM

bdmorning Image Preview


স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারনী ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের জন্য মরিয়া দু’দলই। আগামীকাল অঘোষিত ফাইনালে মুখমুখি হবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমাদের শুরুটা দারুন ছিলো। বড় স্কোর তাড়া করে ম্যাচ জিতেছি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমাদের ভাগ্য সহায় ছিলো না। ব্যাটিং-এ ৩০ রান কম হয়েছে। বোলিং-ফিল্ডিং খুবই বাজে ছিলো। তবে তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের লক্ষ্যে মম্বাইয়ে তিন বিভাগেই আমাদের ভালো পারফরমেন্স করতে হবে।’

এ দিকে সিরিজ জয়ের চোখ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ডেরও, ‘টি-২০ ক্রিকেটে আমরা অসাধারন এক দল। আমাদের এই দলে মারমুখী ব্যাটসম্যান রয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করে জয় ছিনিয়ে নিতে পারে। দ্বিতীয় ম্যাচে সিমন্স এক প্রান্ত আগলে দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছে। তৃতীয় ম্যাচেও দল ভালো করবে বলে আমি আশাবাদি। সিরিজ জয়ের জন্য সতীর্থরা মুখিয়ে আছে।’

Bootstrap Image Preview