Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ৮ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান ছাড়ার কারণ জানালেন ইমরান তাহের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৫২ PM

bdmorning Image Preview


ভালোবাসার টানেই জন্মভূমি পাকিস্তান ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছিলেন লেগ স্পিনার ইমরান তাহির। 

ভারতীয় বংশোদ্ভুত, মডেল সুমাইয়া দিলদার থাকতেন দক্ষিণ আফ্রিকায়। ১৯৯৮ সালে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ইমরান তাহির। তখনই সুমাইয়ার সঙ্গে আলাপ হয় তাহিরের। 
  
এরপর সুমাইয়ার সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকায় যান ইমরান। এরপরেই দুজনের প্রেম শুরু। কিন্তু তাহিরের জন্য দেশ (দক্ষিণ আফ্রিকা) ছাড়তে রাজি ছিলেন না সুমাইয়া।  
  
ভালোবাসাকে বাঁচাতে ইমরান নিজেই বেছে নিলেন অন্য পথ। ২০০৬ সালে পাকিস্তান ছাড়লেন ইমরান। পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকা। এরপর আর পাকিস্তানে ফিরে যাওয়া হয়নি তাঁর। বিয়ে করে হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। 

Bootstrap Image Preview