Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দূর্বল জিরোনার কাছে হেরেই বসল রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৩ PM আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


সুযোগ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার পরে দ্বিতীয় স্থানটা দখলে নেওয়ার। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। রবিবার লা লিগায় পয়েন্ট টেবিলের ১৭ নম্বর অবস্থানে থাকা জিরোনার বিপক্ষে ১-২ ব্যবধারে হেরে লজ্জার মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল৷ দ্বিতীয়ার্থে জোড়া গোল হজম করে ম্যাচ হারতে হয় মাদ্রিদকে৷ জিরোনার হয়ে গোল করেন স্টুয়ানি ও পোর্তু৷তবে গোদের উপর বিষ ফোড়ার মতো ম্যাচের শেষবেলায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে৷

রিয়ালের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যু’তে ম্যাচের টানা ষষ্ঠ জয়ের শুরুটা ভালো ছিল রিয়ালের। ম্যাচের ২৫ মিনিটে ক্রুজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ক্যাসেমিরো। ১-০ ব্যবধান নিয়িই তারা বিরতিতে যায়। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালকে হজন করতে হয় জোড়া গোল। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় নিজেদের বক্সে হ্যান্ড বল করে হলুদ কার্ড দেখেন রামোস৷ ৬৫ মিনিটের মাথায় পড়ে পাওয়া পেন্টাল্টি থেকে গোল করে জিরোনাকে ১-১ সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্টুয়ানি৷ ৭৫ মিনিটে জিরোনার হয়ে জয়সূচক গোল করেন পোর্তু৷ ৯০ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস৷ রেফারি তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন৷

এই হারের ফলে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দাঁড়ানো তৃতীয় ৷ সমসংখ্যক ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে বার্সেলোনা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগৃহীত পয়েন্ট সংখ্যা ৪৭৷ আর রিয়ালকে হারিয়ে টেবিলের ১৫ নম্বর স্থানে উঠে আসল জিরোনা।

Bootstrap Image Preview