বন্ধু মোস্তাফিজের সাথে মিরাজের খুনসুটির যেন শেষ নেই। মাঠে কিংবা মাঠের বাহিরে। সব জায়গায় এই দুই বন্ধুর খুনসুটি চোখে পড়ে। চলতি বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলছেন তাঁরা।
দুই বন্ধুর ভালো পারফম্যান্সে প্লে-অফ খেলার স্বপ্ন দেখছে রাজশাহী। তাই দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে আছেন। বিশেষ করে দলের তরুণ ক্যাপ্টেন মিরাজ। তাই টিম হোল্টেলেও বন্ধু মোস্তাফিজের সাথে তাঁর ড্যান্সের একটি ভিডিও ক্যামেরায় ধরা পড়লো।
ভিডিওতে যেখা যাচ্ছে হোটেলের বেড রুমে মোস্তাফিজ শুয়ে মোবাইলে কি যেন দেখছেন ঠিক সেই সময় মিরাজ 'জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না।' এই গানের সাথে নেচে মোস্তাফিজকে হাসানোর চেষ্টা করছেন।
ক্যামেরার সামনে মিরাজের নাচ এর আগেও ধরা পড়েছে। কিন্তু বন্ধু মোস্তাফিজের সাথে তাঁর এই ধরণের মজার নাচ আগে কখনো ধরা পড়েনি।
তাহলে দেখুন সেই ভিডিওটি............