Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাসন থেকে মুক্তি পেলেন হার্দিক-রাহুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৯:৩৪ AM আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


নির্বাসনের ১৩ দিনের মাথায়-ই উঠে গেল নির্বাসন। হার্দিক ও রাহুল-দুই ক্রিকেটারকে মেইলের মাধ্যমে বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয় তাদের ওপর থেকেই নির্বাসন তুলে নেওয়া হচ্ছে। বিসিসিআই ওই মেল-এ জানিয়েছে, ১১.০১.২০১৯ হার্দিক ও রাহুলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা অবিলম্বে প্রত্যাহার করা হল।

ভারতীয় গণমাধ্যম গুলোর সূত্রে জানা গেছে, ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে আজ, শুক্রবার রাতেই মুম্বাই থেকে নিউজ়িল্যান্ডের বিমানে উঠেছেন হার্দিক। তবে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে তাঁর সতীর্থ রাহুলকে নিউজ়িল্যান্ড পাঠানো হচ্ছে না। তিনি আপাতত ভারতীয় ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে খেলবেন। নিউজ়িল্যান্ডে দ্বিতীয় এক দিনের ম্যাচ শনিবার। তাতে অংশ না নিতেও পারলেও তৃতীয় ম্যাচ থেকেই কোহালিরা পেতে পারেন হার্দিককে। সেই ম্যাচে যদি না-ও হয়, চতুর্থ ম্যাচ থেকে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত।  

তবে হার্দিক ও রাহুলের উপর থেকে ব্যান উঠে গেলেও তাঁরা যে একেবারে স্বস্তিতে, তা হলফ করে বলা যাচ্ছে না। কারণ, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের সংবিধানের ৪১(৬) ধারা অনুযায়ী তদন্ত হবে। যেহেতু শীর্ষ আদালত এখনও পর্যন্ত এই তদন্তের জন্য কোনও অম্বুডসম্যান নিয়োগ করেনি তাই বোর্ডের সংবিধান মেনেই তাঁদের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।     

Bootstrap Image Preview