Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নার ও ইমরানের পর সিলেট সিক্সার্স ছাড়তে বাধ্য হলেন আরেক বিদেশি খেলোয়াড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলে বড় বড় তারকা খেলোয়াড় নিয়েও পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট সিক্সার্স। এমন সময় আবার তাদের দলের মূল লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে ফিরে গিয়েছেন নিজের দেশে। কিন্তু কেন?

আসলে  বিপিএলের মাঝ পথে দেশে ফিরে যাওয়ার কারণ হলো আন্তর্জাতিক সূচিতে তাঁর খেলা রয়েছে। আগামী ২৫ জানুয়ারী সংযুক্ত আরব আমীরাতের বিপক্ষে তিন ম্যাচের অয়ান্ডে সিরিজ খেলতে নামবে নেপাল। সেই কারণেই বিপিএল ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।সন্দ্বীপের আগে সিলেট সিক্সার্স ছেড়েছেন ডেভিড ওয়ার্নার ও ইমরান তাহের।

সন্দ্বীপ চলতি বিপিএলে ছয়টি ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট নিয়েছেন। বল হাতে নিজের নামের সুবিচার করতে পারেননি এই ডান-হাতি লেগ স্পিনার। হয়তো শেষের ম্যাচ গুলোই ঘুরে দাঁড়াতে পারতেন কিন্তু তাঁর আগেই দেশের জন্য বিপিএল ছেড়েছেন।

Bootstrap Image Preview