সাব্বিরের ৬ মাসের নিষেধাজ্ঞা শেষ হতে এখনো ২ মাসের মত বাকি। কিন্তু নিষেধাজ্ঞা শেষ না হতেই নিউজিল্যান্ড সফরে টাইগারদের ওয়ানডে দলে তাঁর নাম!
বিষয়টা অবাক করার মত ছিলো! কেউ জানেই না সাব্বিরের শাস্তির মেয়াদ এক মাস কমিয়ে আনা হয়েছে।সেটা বিসিবি জানালো তাও আবার দল ঘোষনার সময়।
কয়েকদিন আগেই নাকি সাব্বিরের নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে আনা হয়েছে। নিষেধাজ্ঞা না কমিয়ে আনা হলে সাব্বিরকে দলে রাখা সম্ভব হতো না।
এই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, এটা আমরা টিম দেয়ার আগেই জেনেছি। আমাদের একটা সিলেকশনের আগে ক্লিয়ারেন্সটা নিতে হয়। দল নির্বাচকের জন্য মাননীয় সভাপতির অনুমোদন লাগে। আমাদের ক্লিয়ারেন্স না দিলে তো আমরা নিতে পারি না।'
বিপিএলের মাঝ পথে এক সাথে দুটি সুসংবাদ পেলেন সাব্বির। নিষেধাজ্ঞা মাফ সহ জাতীয় দলে ফিরলেন।
সাব্বিরের কপাল সেই দিনই খুলেছে যেই দিন সিলেটের মাটিতে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সেই ইনিংস দেখার পর গতকাল প্রেস কনফারেন্সে মাশরাফি বলেছিলেন, এখনও বলার মত কিছু বলব না। তবে শেষ ম্যাচে আমাদের সাথে সেই ইনিংসটা খেলেছে, ওকে যখন জাতীয় দলে নেয়া হয়েছি, ওর যে সামর্থ্য আছে এই টাইপের ক্রিকেট খেলতে পারার... ওর থেকে আসলে হোপ অনেক। আশা করি ও কন্টিনিউ করার।'
টাইগারদের ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (ক্যাপ্টেন), সাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদও সাব্বির রহমান।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিঃ প্রথম ওয়ানডে ম্যাচ- ১৩ ফেব্রুয়ারী সকাল ৭টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- দ্বিতীয় ওয়ানডে ম্যাচ- ১৬ ফেব্রুয়ারী ভোর ৪টা।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় ওয়ানডে ম্যাচ- ২০ ফেব্রুয়ারী ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- প্রথম টেস্ট ম্যাচ- ২৮ ফেব্রুয়ারী - ভোর ৪টা।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- দ্বিতীয় টেস্ট ম্যাচ- ৮ মার্চ - ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় টেস্ট ম্যাচ- ১৬ মার্চ- ভোর ৪টা।