বিপিএল ষষ্ঠ আসরের প্রথম দুই ধাপের খেলা শেষ। এর মধ্যেই দল গুলো খেলে ফেলেছে নিজেদের অর্ধেক ম্যাচ। তাই প্রতিটি দলই এখন নজর রাখছে পয়েন্ট টেবিলে। আজ থেকে ঢাকায় শুরু হবে বিপিএলের তৃতীয় ধাপের খেলা। এদিন দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। আর সন্ধ্যা ৬.৩০ মিনিটে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস।চলুন দেখে নেওয়া যাক আজকের ম্যাচে দল গুলোর জয়-পরাজয়ে পয়েন্ট টেবিলে কি তফাৎ গড়ে দেবে।
কুমিল্লা ও রাজশাহীর মধ্যকার দিনের প্রথম ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের প্রথম দেখায় জিতেছিলো কুমিল্লা। কুমিল্লা রয়েছে ৩য় অবস্থানে। ছয় ম্যাচে চারটিতে জয় পেয়েছে তারা। আর ছয় ম্যাচে তিন জয় নিয়ে পঞ্চম স্থানে জায়গা রয়েছে রাজশাহীর। তাই আজকের ম্যাচে রাজশাহী জয় পেলে রংপুরকে টপকে টেবিলের চতুর্থ স্থানে উঠে যাবে। আবার কুমিল্লা জয় পেলে তারা চিটাগংকে টপকে টেবিলের দুই নম্বর অবস্থানে চলে আসবে।
এদিকে রাতের খেলায় পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর অবস্থানে থাকা ঢাকা ও চিটাগংয়ের হাই ভোল্টেজ ম্যাচ। চলতি আসরে এবারই প্রথম দল দুটি একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচে ঢাকা জয় পেলে টেবিলের শীর্ষ স্থানটা আরো পোক্ত হবে তাদের। অন্যদিকে যদি চিটাগং জয় পায় তাহলে তাহলে তাদের বর্তমান অবস্থান দুই নম্বরেই থাকবে তারা। তবে এক্ষেত্রে এক ম্যাচ কম খেলেই ঢাকার সমান পয়েন্ট অর্জন করবে তারা। নিট রানরেটে এগিয়ে থাকা শীর্ষে থেকে যাবে ঢাকা।
এদিকে পয়েন্ট টেবিলে থাকা অন্য তিন দলের মধ্যে সাত ম্যাচে তিন জয় নিয়ে মাশরাফির রংপুর রয়েছে চতুর্থ স্থানে। সপ্তম স্থানে সিলেট সাত ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে। টেবিলের তালনীতে থাকা খুলনা ৭ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে।