
বিপিএলের ১১তম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স। চলতি আসরে তিনটি ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি মাহমুদউল্লাহরা।
অন্যদিকে দুইটি ম্যাচ খেলে একটি ম্যাচ জয় পেয়েছে মুশফিকরা। জয়ের ধারা অব্যহত রাখতে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ভাইকিংসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
খুলনা টাইটানসঃ মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), আরিফুল হক, মালান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম,জুনায়েদ সিদ্দিকি,জহুরুল ইসলাম অমি, শুভাশিষ রায়,ওইস, জহির খান, পল স্টারলিং।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট,ইয়াসির আলী চৌধুরী , সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।
