
 
												    কাধের ইনজুরির কারনে বাংলাদেশ ট্যুর থেকে ছিটকে পড়লেন অধিনায়ক জেসন হোল্ডার। তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েইট।হোল্ডারের ইনজুরি নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, চার সপ্তাহ পর আবার পর্যবেক্ষণ করে দেখা হবে হোল্ডারের অবস্থা।
এ বছর টেস্টে জেসন হোল্ডারের ব্যাটিং এভারেজ ৩৭ এবং বোলিং এভারেজ ১২। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিং এ তার অবস্থান এখন ৩!সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশ এর বিপক্ষে উল্লেখ্যযোগ্য পারফর্মেন্স রয়েছে জেসন হোল্ডারের।
হোল্ডারের ছিটকে যাওয়া মানে ওয়েস্ট ইন্ডিজের জন্য একজন ব্যাটসম্যান ছিটকে যাওয়া এবং একজন বোলার ছিটকে যাওয়া।তার বদলে উইকেটরক্ষক জাহমার হ্যামিলটনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় ২৭। তার সম্প্রতি ইংল্যান্ডের লায়ন্সের বিপক্ষে সেঞ্চুরিও রয়েছে।
বুধবার ক্যারিবিয়ানদের ১০জন সদস্যের দল ঢাকায় পৌঁছেছে।ঢাকায় এসেই চট্টগ্রামে চলে যাবে ক্যারিবীয় দল।বাকিরা আসবেন আজ বৃহস্পতিবার। এমএ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২-২৬ নভেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে ৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর।
