Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭২ ঘণ্টার পর্যবেক্ষণ পর সাকিবের রিপোর্টে সন্তুষ্ট গ্রেগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview


গত শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিলেন মেলবোর্নের অ্যাপওয়ার্থি হাসপাতালের ডা. গ্রেগ হয়। পর্যবেক্ষণ শেষে হাতে পাওয়া রিপোর্ট নিয়ে বেশ সন্তুষ্ট তিনি।

রিপোর্ট থেকে জানা গেছে, সাকিবের আঙুলের সংক্রমণও অনেক কমে এসেছে। বিশেষজ্ঞ ডাক্তার রিপোর্ট দেখে বলেছেন আগামী তিনমাস যদি তিনি সবকিছু মেনে চলে রিহ্যাবের সময়টা কাটিয়ে উঠতে পারেন তবে অস্ত্রোপচার ছাড়াই সেরে উঠবেন তিনি। তবে খেলা শুরুর পর ব্যথা হলে অপারেশন করাতেই হবে।

একটি সূত্রে জানা যায়, প্রত্যাশার চেয়ে রিপোর্ট ভালো আসায় অনেক স্বস্তিতে আছেন সাকিব। তিনি তিন মাসের আগেই ব্যাট ধরার জন্য উদগ্রীব। এদিকে ৭ দিন হাসপাতালে থাকতে হবে বিধায় তাঁর দেশে ফেরা আরও দু’দিন পিছিয়েছে।

ঘরের মাঠে বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পুনরায় সেই চোট আবার দেখা দেয়। চোট নিয়েই খেলেন এশিয়া কাপের প্রথম চার ম্যাচ।কিন্তু পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের আগে দেশে ফিরেই রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার করে আঙুলের পুঁজ বের করা হয়।

Bootstrap Image Preview