ছোটবেলায় হরমোনজনিত ত্রুটির কারণে লিওনেল মেসির শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সেসময় আর্জেন্টাইন চিকিৎসক দিয়েগো শোয়ার্জস্টাইনের চিকিৎসায় সুস্থ হন মেসি। এরপর যোগ দেন বার্সেলোনায়। শৈশবের সেই ডাক্তারের সঙ্গে এখনো সম্পর্ক রয়েছে মেসির। রয়েছে নিয়মিত যোগাযোগ। সেই ডাক্তার শোয়ার্জস্টাইনই চান মেসিরা বিশ্বকাপে ব্যর্থ হোক। সব ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যাক!
আর্জেন্টাইন সুপারস্টার মেসির সঙ্গে আত্মার বন্ধন থাকা সত্ত্বেও কেন তাদের পরাজয় চাইছেন দিয়েগো শোয়ার্জস্টাইন? দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মেসির ডাক্তার বলেন, ‘একজন ফুটবল সমর্থক হিসেবে আমি চাইবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক। তবে আর্জেন্টিনার একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো তিন ম্যাচ হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিক তারা।’
নিজের এমন নেতিবাচক চাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন শোয়ার্জস্টাইন। তিনি বলেন, ‘আমার মনে হয়, খুব বাজেভাবে পপুলিস্ট এই সরকার আর্জেন্টিনার সাফল্যকে ব্যবহার করবে। যাতে করে অন্য (সরকারের ত্রুটি) বিষয়গুলোকে ঢেকে ফেলা যায়।
আর্জেন্টিনার ম্যাচের দিন হয়তো তারা মুদ্রার অবমূল্যায়নের ঘোষণা দিতে পারে। যখন সবার মনোযোগ থাকবে আর্জেন্টিনার খেলায়।’
আর্জেন্টিনার দুর্দশার কথা তুলে ধরেছেন শোয়ার্জস্টাইন। তিনি বলেন, ‘আমাদের দেশ নানা ধরনের সমস্যায় জর্জরিত। আর সেটা এখন ভীষণ খারাপ আকার ধারণ করেছে। আলবার্তো ফার্নান্দেজের (আর্জেন্টাইন প্রেসিডেন্ট) সরকারের অধীনে আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি ৮৩ ভাগ ছাড়িয়েছে। ব্যাংক পড়েছে তারল্য সংকটে। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। ফলে সাধারণ জনগণের চলাচলে সমস্যা হচ্ছে।’