Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ৬ সমর্থকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১১:০৮ AM আপডেট: ২০ নভেম্বর ২০২২, ১১:১০ AM

bdmorning Image Preview


কাতারে আজ রবিবার শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। এ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে বেশ আগেই। বাংলাদেশেও বিভিন্ন দলের সমর্থকরা পতাকা ও জার্সি নিয়ে মেতেছে। অতি উন্মাদনার মাসুলও দিতে হয়েছে এরই মধ্যে।

গত ১৩ দিনে প্রিয় দলের দেশের পতাকা ওড়াতে গিয়ে প্রাণ দিয়েছে ছয় কিশোর-তরুণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ছাদ থেকে পড়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া কিশোর-তরুণ সবাই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। ১৩ থেকে ১৯ বছরের মধ্যে তাদের বয়স।

গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগতিতে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবিল হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাবিল ওই এলাকার ফরাজিবাড়ির মো. মুরাদের বড় ছেলে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টানাতে গেলে তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় নাবিলকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শামিম (১৭)। শামিম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। একই ঘটনায় শামছুল হকের ছেলে সাজ্জাদ (১৯) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৬ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরে পাঁচতলা ভবনের ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানবীর হাসান তন্ময় (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়। তন্ময় উপজেলার প্রবাসী সোহেল রানার ছেলে ও সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

১১ নভেম্বর নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল গ্রামে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে বাড়ির টিনের চালে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়।

৮ নভেম্বর খাগড়াছড়ি সদরের খাগড়াপুর মাস্টার এলাকায় গাছে উঠে আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দীপেন ত্রিপুরা (১৯) নামের এক কলেজছাত্র।

৭ নভেম্বর কক্সবাজার সদর থানার তারাবনিয়াছড়া এলাকায় ব্রাজিলের পতাকা ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা (১৬) নামের এক কিশোর মারা গেছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্বকাপে প্রত্যেকের আলাদা পছন্দের দল থাকতে পারে। এটা স্বাভাবিক। তবে সেই দলের খেলাকে প্রাধান্য দিয়ে অন্য দলের সমর্থকদের হেয়প্রতিপন্ন করা ঠিক নয়। এতে বিপত্তি ঘটে। অতি বাড়াবাড়ি বিকৃত বিনোদনের একটা অংশ।

Bootstrap Image Preview