Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ জিতে ছেলের সঙ্গে হাই-ফাইভ সানিয়ার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৭:১২ PM আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৭:১২ PM

bdmorning Image Preview


মা হওয়ার পর প্রথমবার প্রতিযোগীতামূলক টেনিস খেলতে নেমে রীতিমতো আবেগমথিত সানিয়া মির্জা৷ ২ বছর পর পেশাদার সার্কিটে ফেরার মুহূর্তে সানিয়া নিজের পরিবার ও শিশুসন্তান ইজহানকে পাশে পেয়েছিলেন৷

প্রিয়জনদের সাক্ষি রেখেই ডব্লিউটিএ ইভেন্টে কাম ব্যাকের মুহূর্ত স্মরণীয় করে রাখেন ভারতীয় টেনিস তারকা৷ 

ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে হবার্ট ইন্টারন্যাশনালের ওমেনস ডাবলসে খেলতে নেমেছেন সানিয়া৷ 

প্রথম রাউন্ডে সানিয়া-নাদিয়া জুটি ২-৬, ৭-৬ (৭/৩), ১০-৩ সেটে হারিয়ে দেন জর্জিয়ান-জাপানি জুটি ওকসানা কালাশনিকোভা ও মিয়ু কাতোকে৷ কোর্ট থেক বেরিয়েই সানিয়া জয় সেলিব্রেট করেন ছেলে ইজহানের সঙ্গে৷ পেরাম্বুলেটরে থাকা ইজহানের সঙ্গে হাই-ফাইভ করেন সানিয়া৷

Bootstrap Image Preview