Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ত্রাণ বিতরণে তাশরীফকে পূর্ণ সহযোগিতা করবে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৫:৪৪ PM আপডেট: ২৪ জুন ২০২২, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


সিলেটে রাতে চা খেতে গিয়ে পুলিশের ধমক খেয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়ানো আলোচিত তরুণ কণ্ঠশিল্পী তাশরীফ। এই অভিজ্ঞতা বেশ তিক্তকর উল্লেখ করে ফেসবুকে ভিডিও মাধ্যমে জানিয়েছেন এই তরুণ। ফেসবুক লাইভে তিক্ত অভিজ্ঞতা জানানোর পর পুলিশের পক্ষ থেকে তাশরীফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ।

পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাশরীফকে জানিয়েছে পুলিশ।

তাশরীফ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমি ফোন পেয়েছি। তারা আমাকে আগামী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। রাতেই একজন এসআই এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ’

পুলিশের পক্ষ থেকে বেশ সহযোগিতা করা হচ্ছে জানিয়ে তাশরীফ বলেন, ‘এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার টহল গাড়ি একটু পরপর আমাদের খোঁজখবর নিচ্ছে। ত্রাণের নিরাপত্তাও তারা দিচ্ছে। সেদিন যে পুলিশ সদস্য আমাকে ধমক দিয়েছেন পুলিশের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছে। ’

এদিকে শুক্রবার নিজের ফেসবুক পেজে তাশরীফ লেখেন, ‘গতকাল রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আস্বস্ত করেছেন আমাদের যেকোনো প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন। ’

তাশরীফ মনে করেন, ‘আমি বিশ্বাস করি, জনগণ আমাদের শক্তি আর প্রশাসন আমাদের সাহস। ’

তাশরীফ ফেসবুক লাইভ করে দেড় কোটি টাকা উত্তোলন করেছেন বন্যার্তদের জন্য। সেই টাকা দিয়ে তিনি হাজার হাজার পরিবারের পাশে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন।  

সিলেটের রাস্তায় কাজের ফাঁকে চা খাওয়ার সময় এক পুলিশ সদস্য তাশরীফের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে লাইভে কথা বলেছেন এই আলোচিত তরুণ। এর পরই তাকে সহায়তার জন্য এগিয়ে এলো পুলিশ।

Bootstrap Image Preview