Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনামূল্যে খেলা দেখানোর চেষ্টা করছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ০৯:২০ PM আপডেট: ১৬ জুন ২০২২, ০৯:২০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।এই সিরিজ দিয়েই তৃতীয় দফায় নেতৃত্বের শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান।অথচ এখনও ম্যাচটি দেখার নিশ্চয়তা মেলেনি দর্শকদের। আইসিসি টিভিতে দেখার ব্যবস্থা থাকলেও তার জন্য খরচ করতে হবে অর্থ। তবে দর্শকদের বিনামূল্যে খেলা দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেছেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আইসিসি টিভি একটা প্ল্যাটফর্ম আছে সেখানে ম্যাচ দেখা যাবে। এ রকম একটা ব্যবস্থা আছে, টিএসএম যারা রাইটস হোল্ডার.. আমরা যতটুকু শুনেছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মাধ্যমে আইসিসি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এটা দেখা যাবে। ’‘মূলত, এই অ্যাপসটায় পেমেন্টের মাধ্যমে দেখতে হয়। আমরা চেষ্টা করছি যাতে সাধারণ দর্শক তারা তাদের ডিভাইসে দেখতে পারেন বিনামূল্যে। সে ব্যাপারে আমাদের কথা হয়েছে আইসিসির সঙ্গে। সংশ্লিষ্ট যারা রাইটস হোল্ডার। তাদের সঙ্গেও কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে ইতিবাচক। এখন পর্যন্ত যে অপশন আছে সেটা হচ্ছে আইসিসি টিভির মাধ্যমে দেখা। এর বাইরে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। ’

এমনকি নিজেদের প্ল্যাটফর্মেও ম্যাচ দেখানোর সম্ভাবনা দেখিয়েছেন সুজন, ‘যখন জানতে পেরেছি টিভির সঙ্গে রাইটস হোল্ডারের বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, দেখার বিষয়ে জটিলতা হয়েছে। এই বিষয়গুলো আমাদের যারা টেকনিক্যাল টিম আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও চেষ্টা করেছে, কিন্তু সময়টা অত্যন্ত কম। এত কম সময়ের মাঝেও পুরো বিষয়টাকে আয়োজন করে আমাদের যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে দেয়াটার ব্যাপারেও আমাদের ডিজিটাল টিম কাজ করছে। দেখি এটা কতটা এগোনো যায়। ’

Bootstrap Image Preview