Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০৯:৫৬ PM আপডেট: ১৯ জানুয়ারী ২০২২, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের তাপমাত্রা আবার কমবে বলেও জানানো হয়েছে।  

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, সারা দেশে তাপমাত্রা ওঠানামা না করলেও শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। শিগগিরই শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।   

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ছিল ১৩ এবং বরিশালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

Bootstrap Image Preview