Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ দলের বোলিং কোচ হতে চায় গতিতারকা শন টেইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০২:১৩ PM আপডেট: ১৯ জানুয়ারী ২০২২, ০২:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিপিএলে কোচিং করাতে এসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পেয়ে গিয়েছিলেন ওটিস গিবসন। এবার তার পথে হেঁটেই তার শূন্য করে যাওয়া পদে নিজেকে দেখতে চান শন টেইট। বিপিএলে বোলিং কোচ হিসেবে কাজ করতে এসে সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার চোখ রাখছেন বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বেও।

সর্বকালের সবচেয়ে গতিময় ফাস্ট বোলারদের একজন টেইটকে এবার বোলিং কোচ করে এনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। বিপিএলের আগে সেটিই ছিল তার উল্লেখযোগ্য কোচিং অভিজ্ঞতা।

সম্প্রতি নিউ জিল্যান্ড সফর দিয়ে শেষ হয় বাংলাদেশের দায়িত্বে গিবসনের মেয়াদ। বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি।

বাংলাদেশ যে একজন বোলিং কোচ খুঁজছে, এটা জানেন টেইট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী সাবেক ফাস্ট বোলার জানিয়ে রাখলেন নিজের আগ্রহের কথা।

“অবশ্যই আমি আগ্রহী। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে অবশ্যই আমার জন্য দারুণ হবে (দায়িত্ব পেলে)।”

আপাতত টেইট তাকিয়ে তার বিপিএল অধ্যায়ের দিকে। খেলোয়াড় হিসেবে তিনি খেলে গেছেন চট্টগ্রাম কিংসে। এবার চট্টগ্রামেরই অন্য ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন তিনি ভিন্ন ভূমিকায়।

এবারের বিপিএলে তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম। মুকিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরির মতো উঠতি পেসাররা আছেন এই দলে। বাংলাদেশ দলে এর মধ্যেই নিজের ছাপ রাখা আরেক তরুণ পেসার শরিফুল ইসলামও আছে।

এই তরুণদের সঙ্গে কাজ করতে আর তর সইছে না টেইটের। শুধু চট্টগ্রাম দল বলে নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যই তরুণদের উঠে আসাকে দারুণ ইতিবাচক মনে করছেন তিনি।

“এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছু ভালো তরুণ ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতে দুর্দান্ত ক্রিকেটার হয়ে উঠতে পারে। আমাদের দলে তাদের বেশ কজন আছে। শরিফুল যেমন, আগ্রাসী বাঁহাতি বোলার। আমাদের দলেরও গুরুত্বপূর্ণ অংশ হবে সে। নিজেকে তুলে ধরার মতো যথেষ্ট ক্রিকেট সে খেলে ফেলেছে এর মধ্যেই। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আমি।”

“এমনিতেও বাংলাদেশের ক্রিকেটে তরুণ ফাস্ট বোলার ও ক্রিকেটার উঠে আসছে। আগামী ৫-৬ বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর।”

সম্প্রতি নিউ জিল্যান্ড সফরে শরিফুল ইসলামের বোলিং নজর কেড়েছে টেইটের। তরুণ এই বাঁহাতি পেসারের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন।

“সফরটি বাংলাদেশের জন্য দারুণ ছিল, তার জন্য তো বটেই। সে আক্রমণ করতে পছন্দ করে, স্টাম্পে বল রাখে। তার উৎসাহ ও উদ্যম সহজেই চোখে পড়ে। দূর থেকে তাকে দেখেই তার সঙ্গে কাজ করার আগ্রহ জাগে, কারণ ফাস্ট বোলিংয়ের প্রতি তার মানসিকতা দারুণ।”

বোলিং কোচ হিসেবে টেইটের মূল মন্ত্র, সবকিছু সাধারণ ও স্বাভাবিক রাখার চেষ্টা করা। বিপিএলে তার কৌশলের বড় অংশ জুড়ে থাকবে শেষ দিকের বোলিং।

“ডেথ বোলিং নিয়ে কথা বলতে পছন্দ করি আমি। বিশেষ করে এখানে, এই মাঠে ডেথ বোলিং শেষ ৪-৫ ওভার আমাদের জন্য হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ। আমার কৌশল হলো টুর্নামেন্ট জুড়ে সবকিছু সাধারণ ও গোছানো রাখা এবং আমাদের কৌশল ও ভাবনা থেকে সরে না যাওয়া। সাধারণ ও স্বচ্ছ পরিকল্পনা থাকবে।”

Bootstrap Image Preview