Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ আট থেকে বিদায় নিলেন নাদাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ১০:০৩ AM আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ১০:০৩ AM

bdmorning Image Preview


কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্বার গতিতেই ছুটছিল তার বিজয়রথ; কিন্তু শেষ আটে এসেই ছন্দপতন হলো স্প্যানিশ তারকা টেনিস তারকা রাফায়েল নাদালের। অস্ট্রিয়ার অখ্যাত তারকা ডমিনিক থিয়েমের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন নাদাল। ২০০৯ পর দ্বিতীয়বার রড লেভার এরেনায় শিরোপা জয় আরও একবার অধরাই রইল বিশ্বের এক নম্বরের।

ওপেন যুগের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামে অন্তত দু’বার শিরোপা জিতে ইতিহাস গড়ার অপেক্ষা দীর্ঘায়িত হল স্প্যানিশ তারকার। ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪), ৬-৪, ৭-৬ (৮-৬) থেকে নাদালকে হারান থিয়েম এর আগে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন নাদাল-থিয়েম। যার মধ্যে রয়েছে দু’টি ফ্রেঞ্চ ওপেন ফাইনাল। প্রত্যেকবারই অস্ট্রিয়ার প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়েছেন ১৯টি গ্র্যান্ডস্লামের মালিক।

দ্বিতীয়বার মেলবোর্নে শিরোপা জয়ের অস্ট্রেলিয়ান ওপেন জিতে নাদালের কাছে হাতছানি ছিল ফেদেরারকে ছোঁয়ার। চার ম্যাচে মাত্র এক সেট হেরে নাদাল প্রত্যাশিতভাবে হট ফেভারিট হয়েই এদিন নেমেছিলেন কোয়ার্টারের লড়াইয়ে। তবে শুরু থেকেই থিয়েমের কড়া প্রতিদ্বন্দ্বীতা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় নাদালকে।

আগের ম্যাচগুলোতে কোর্টে সাবলীল নাদাল প্রথম দু’টি সেট হেরে এদিন পিছিয়ে পড়েন শেষ আটের লড়াইয়ে। যদিও উত্তেজক টাইব্রেকারে গড়ায় দু’টি সেট; কিন্তু দু’টিতেই নার্ভ ধরে রেখে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে বাজিমাত করে যান বিশ্বের পাঁচ নম্বর ডমিনিক থিয়েম।

এর আগে কখনও মেলবোর্ন পার্কে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেননি অস্ট্রিয়ার এই টেনিস তারকা; কিন্তু নাদালকে হারিয়ে যেভাবে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পা রাখলেন তিনি, তাতে শিরোপা জয়ের শেষ দু’ই ল্যাপে থিয়েম প্রতিদ্বন্দ্বীদের সহজে জায়গা ছাড়বেন বলে মনে হয় না।

প্রথম দুই সেট হেরে পিছিয়ে পড়া নাদাল ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করেন তৃতীয় সেট জিতে। ৬-৪ তৃতীয় সেট জিতে অভিজ্ঞতাকে সঙ্গী করে ম্যাচে ফিরে আসার বার্তা দেন স্প্যানিয়ার্ড; কিন্তু সেই আশায় জল ঢেলে চতুর্থ সেটও টাইব্রেকারে জিতে নেন থিয়েম।
প্রমাণ করেন অভিজ্ঞতা অনেক সময় তারুণ্যের কাছেও মাথা নোয়ায়। চতুর্থ সেটে টাইব্রেকারে ৮-৬ ব্যবধানে বাজিমাত করে দ্বিতীয় কোনও মেজরের সেমিতে পৌঁছলেন থিয়েম।

পুরো ম্যাচে ফেবারিট নাদালের সামনে তার ছিল ৬৫টি উইনার। চতুর্থ সেটে ৪-৫ পিছিয়ে থাকা অবস্থায় দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে খেলা টাইব্রেকারে নিয়ে যান নাদাল। মনে করা হচ্ছিল, মঙ্গলবার ফেদেরারের মতোই অভিজ্ঞতাকে সম্বল করে টেক্কা দেবেন নাদাল। কিন্তু না, নাদাল অনুরাগীদের ভুল প্রমাণ করে কোনও মেজরের মঞ্চে প্রথমবার স্প্যানিশ কিংবদন্তিকে ধরাশায়ী করতে সক্ষম হন থিয়েম।

Bootstrap Image Preview