Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিপক্ষে মাশরাফি একাদশে যারা থাকতে পারেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


যেন ফাইনালের আগে আরেক ফাইনাল।যে খেলায় আগামীকাল  মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান।এই ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এমন হাই-ভোল্টেজ ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ? তা নিয়ে টাইগার ক্রিকেটপ্রেমীসহ টিম ম্যানেজমেন্টও ভাবছেন।

সাধারণ খুব বেশি সমস্যা না হলে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোন দলই।সেই ধারাবাহিকতায় আগামীকাল পাকিস্তানের বিপক্ষেও টাইগার একাদশে পরিবর্তন না থাকতে পারে।তবে ধারনা করা হচ্ছে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হিসাবে সৌম্যকে দেখা যেতে পারে।কারণ নাজমুল হাসান শান্ত ফর্মে নেইটানা তিন ম্যাচে রানে খাতায় বড় কোন অর্জন নেই।তাই টিম ম্যানেজমেন্ট সৌম্যকে বেশি এগিয়ে রাখবেন বলে মনে হচ্ছে।

এছাড়াও গত ম্যাচে দুই পেসার নিয়ে খেলেছিলো টাইগাররা।তাতে খেলা শেষ করতে অনেকটা বিপদেই পড়তে হয়েছিলো ক্যাপ্টেন মাশরাফিকে।কারোন দুবাইয়ের গরমে ওভার বল করার পর কাটার মাস্টার হাঁপিয়ে উঠেছিলেন।শেষ ওভারে কোন রকম তিনি বল করেছেন।তাই পেস বোলারের বিষয়টাও টিম ম্যানেজমেন্টের মাথায় থাকবে। এছাড়া মাশরাফি একাদশে আর কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

তাহলে চলুন দেখে আসি কেমন হতে পারে মাশরাফি একাদশঃ

মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস,মুস্তাফিজুর রহমান,নাজমুল ইসলাম অপু মোহাম্মদ মিথুন আলী।

 

Bootstrap Image Preview