Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেসি, রোনালদো মডরিচরা কত শতাংশ ভোট পেয়েছেন ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৫ AM আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৫ AM

bdmorning Image Preview


ফিফা বর্ষসেরায় সম্ভবত শেষ হয়ে গেল মেসি-রোনাল্ডো যুগ। দুই মহাতারকাকে ছাপিয়ে এবার ফিফার বর্ষসেরা হলেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচ।ফিফা সেরা তিনের মধ্যে মডরিচ ছাড়া ছিলেন রোনালদো ও মোহাম্মদ সালাহ। 

কিছুদিন আগে উয়েফার বিচারে বর্ষসেরা হয়েছিলেন মডরিচ। ফিফার ভোটটি অবশ্য আরও বড়। সারা বিশ্বের সব দেশের অধিনায়ক, কোচ এবং একজন সাংবাদিকের ভোটের পর পুরস্কার। তাই রোনালদো পাল্লা ছিল যথেষ্ট ভারী। তবে শেষ অবদি সব শঙ্কা উডিয়ে দিয়ে ভোট ব্যবধানে ফিফার বর্ষসেরার পুরস্কার জিতে নেন মডরিচ। 

২৯.০৫ শতাংশ ভোট পেয়ে এবার ফিফা দ্যা বেস্ট হয়েছেন ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচ। ১৯.০৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ১১.২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ১০.৫২ শতাংশ ভোট পেয়ে কালিয়ান এমবাপে হয়েছেন চতুর্থ। আর ৯.৮১ শতাংশ ভোট পেয়ে লিওনেল মেসি হয়েছেন পঞ্চম।

গেল মৌসুমে রোনালদো সব ধরনের প্রতিযোগিতায় ৪৪টি গোল করেছেন রোলালদো। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। বিশ্বকাপে করেছেন প্রথম হ্যাটট্রিক। দলকে তুলেছিলেন দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে সালাহ লিভারপুলের হয়ে রোনালদোর সমান ৪৪ গোল করেছিলেন। পাশাপাশি লিগে ৩২ গোল করে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের ইতিহাসে নতুন গোলের রেকর্ড গড়েছিলেন। লিভারপুলেকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু মিশর বিশ্বকাপে ভাল কিছু করতে পারেনি। অন্যদিকে মডরিচও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। বিশ্বকাপে রানার্স হয়েছেন। সোনার বল পেয়েছেন। এবার ফিফার বর্ষসেরার পুরস্কারও পেলেন তিনি।

Bootstrap Image Preview