Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ভাই আমাকে একটা কথা বলছিল যে তোর বোলিং করা লাগবেই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৭ PM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


 

খেলা গড়ায় শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার মাত্র ১০ রান। তখন মাশরাফি বল তুলে দেন কাটার মাস্টার মুস্তাফিজের হাতে। শ্বাসরুদ্ধ  শেষ ওভারে মুস্তাফিজ উইকেট সহ ৬ রান দেন । কাটার মাস্টারের এই দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের জয় পায় বাংলাদেশ।

কিন্তু খেলা শুরুর আগের কথা শুনলে অবাক হবেন।প্রথম পাঁচ ওভার বল করার পর আবুধাবির প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছিলেন মুস্তাফিজ। তখন মাশরাফিকে বলেন আমি আর বল করতে পারবো না।

কিন্তু নিরুপায় মাশরাফি কি করবেন? কারণ দলে আছেন মাত্র দুই জন পেসার।সেই সময় মুস্তাফিজকে বোলিং করতে উজ্জীবিত করেছেন ম্যাশ নিজে।

ম্যাচ শেষে সেই কথা শুনালেন কাটার মাস্টার নিজেই, ‘ভাই আমাকে একটা কথা বলছিল যে তোর বোলিং করা লাগবেই। মাঝখানে ৩ ওভার বোলিংয়ের সময় ভাইকে বলেছি যে পায়ে লাগছে। ভাই তখন বলেছেন যে তুই রেস্ট নে। শেষে করবি আবার। আমি বলছি যে ভাই ঠিক আছে, যেভাবে পারি করব।’

কোন মতে ওভার শেষ করার জন্য রানআপ কমিয়ে গতিও কমিয়েছেন কেন সেটাও জানালেন,‘রান আপে বেশি জৌরে দৌড়ালে আমার পায়ে টান লাগছিল। আমি এজন্য এমন ভাবে দৌড়ালাম যেন পায়ে না লাগে। ওভাবেই বোলিং করছি।’

ফিজের এই দুর্দান্ত বোলিংয়ের  জয়ে  এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগাররা। আগামী ২৬ তারিখ পাকিস্তানকে হারাতে পারলেই মাশরাফিদের ফাইনাল নিশ্চিত।

Bootstrap Image Preview