Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাংলাদেশ বিমান,ঢাকায় মালয়েশীয় ফ্লাইটের জরুরি অবতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০২ AM আপডেট: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এদিকে  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

এমএইচ১৯৬ ফ্লাইটটি বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ঢাকা পোস্টকে বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

বিমানবন্দর সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশে ফ্লাইটটি থেকে যাত্রী নামাতে সব এয়ারলাইনসের বাসগুলো বিমানের পাশে নিয়ে যাওয়া হয়েছে।

রাত ১১টা ১০ মিনিটে সেনাবাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে।

এর আগে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর প্রায় ৫০ মিনিট ধরে চট্টগ্রামের আকাশে বাংলাদেশ বিমানের বিজি৬১৭ ফ্লাইটটি চক্কর কেটেছে। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে আসার পর চাকায় সমস্যা পাচ্ছিল। প্রায় ৫০ মিনিটের মতো চক্কর কেটে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে। 

কয়বারের চেষ্টায় বিমানটি নামতে পেরেছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে নামার সময় অনেক ধরনের প্রিপারেশন থাকে। তারা কয়েকবার চেক করেছে, বিভিন্ন ম্যানুয়াল দেখেছে। ল্যান্ডিং গিয়ারটি স্বাভাবিক হওয়ার পর স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। যাত্রীরা মোটামুটি সবাই চলে গেছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজের সঙ্গে দুটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করে।

Bootstrap Image Preview