Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ থেকে কত কোটি টাকা নিয়ে ফিরছে টাইগাররা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ০৯:৩৪ PM আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি জয়ের জন্যও থাকছে অর্থ বরাদ্দ।

লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছিল মাত্র ৭৩ রান। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি। 

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ ওভার ২ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে টানা পাঁচটি হারের লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে টাইগারদের। 

তবে এমন ব্যর্থতা সত্ত্বেও বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল পকেটে পুরেছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। 

তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হবে মাহমুদউল্লাহদের। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে মাহমুদউল্লাহরা। স্কটিশদের কাছে পরাজিত না হলে টাকার পরিমাণটা আরো যে বাড়তো তাতে সন্দেহ নেই।

আজ অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর আরব আমিরাতে থাকা হচ্ছে না বাংলাদেশ দলের। আগামীকাল শুক্রবার দুপুরেই দেশের উদ্দেশে রওনা করবে টাইগাররা। প্রায় চার ঘণ্টা বিমান যাত্রা শেষে বাংলাদেশ সময় বিকেল ৫টায় রাজধানী ঢাকায় অবতরণ করবে সব হেরে ফেরা মাহমুদউল্লাহরা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপটা চরম বাজে কেটেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগাররা হেরেছে ছয়টি ম্যাচে। সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে মাহমুদউল্লাহর দল। প্রথম রাউন্ডেও বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে পুঁচকে স্কটল্যান্ড।

Bootstrap Image Preview