Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রস্তুতি ম্যাচ থেকেই লিটন ঘুমিয়ে আছে: ওয়াসিম আকরাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ PM আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ০৯:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। রান খরা থেকে বেরিয়ে আসতে পারেননি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বারবার ব্যর্থ হওয়ার পরও লিটনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এবার লিটনকে দলে রাখায় সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। বাংলাদেশের একাদশে লিটন কেন সুযোগ পাচ্ছেন সেটার কারণ ‍খুঁজে পাচ্ছেন না তিনি।

২০২১ সালে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৩ ম্যাচে মাত্র ১০.৯১ গড়ে ১৩১ রান করেছেন লিটন। যার মধ্যে হাফ সেঞ্চুরি নেই একটিতেও। এই বছর তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ মিলে রান করেছিলেন ৬৫। যা একজন ওপেনারের জন্য বেশ বেমানান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও ব্যর্থতা ঘুচাতে পারেননি লিটন। স্কটল্যান্ডের বিপক্ষে ৫, ওমানের বিপক্ষে ৬ ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২৯ রান করে আউট হয়েছিলেন তিনি। মূল পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন মাত্র ১৬ রান। লিটন প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমন্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ওয়াসিম।

এ ছাড়া দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে ওয়াসিম আকরাম বলেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। বাছাই পর্বে সে খেলেছে সেখানেও রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও সে করছে না। আমি জানি না সে কেনো দলে আছে।’

লিটনকে সমালোচনায় ধুয়ে দিলেও শেষমেষ বাংলাদেশের প্রশংসা করেছেন ওয়াসিম। শাহজাহ ক্রিকেট স্টেডিয়ামের লো স্কোরিং পিচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ১৭১ রান তোলায় বাহবা দিয়েছেন তিনি। তাছাড়া বোলিংয়ে লঙ্কানদের চারটি উইকেট তুলে নেওয়ার বাংলাদেশি বোলারদের প্রশংসায় ভাসান তিনি।

পাকিস্তানের কিংবদন্তী এই পেসার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজাহর উইকেটে তারা ১৭০ এর বেশি রান করেছে। শারজাহর উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘৮০ এর মধ্যে ৪ উইকেট ফেলে দেবার পর আসালাঙ্কা ও রাজাপাকশে থামেই নি, শট খেলে গেছে। তখন না মেরে যদি ব্লক করত তাহলে দল প্রেশারে এসে যেতো। তবে তারা দুজন তা হতে দেননি। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েছেন, দারুণ খেলেছেন তারা।’

Bootstrap Image Preview