Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অবশেষে লিটনকে বাদ দিয়ে দলে ফিরছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ০৫:২৬ PM আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ০৫:২৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


এই টুর্নামেন্টের পর লিটন আর দলে সুযোগ পাবে না। তার বদলে দলে সুবর্ণ সুযোগ পেতে পারেন অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর হোসেন। লিটনের জায়গায় তার মতো খেলোয়াড় সুযোগ পাওয়া উচিত। আকবর একজন বড় মাপের খেলোয়াড়।

বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ নিয়ে ইএসপিএনের বিশ্লেষণে এক ধারাভাষ্যকার এসব কথা বলেন। 

শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচেও হতাশাজনক নৈপুণ্য প্রদর্শন করেন লিটন। গুরুত্বপূর্ণ সময়ে দুটো ক্যাচ মিস করে শ্রীলংকার জয়ে ‘ভূমিকা’ রাখেন। ওই দুটো ক্যাচের অন্তত একটি লুফে নিতে পারলে বদলে যেতে পারত ওই ম্যাচের গতিপথ।

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১৩তম ওভারে আফিফ হোসেনের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন রাজাপক্ষ। ফিল্ডার লিটন ক্যাচটি লুফে নিতে পারেননি। এরপর ১৫তম ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন রাজাপক্ষ। কিন্ত এবারও ক্যাচটি নিতে পারেননি ফিল্ডার লিটন।

বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

ব্যাট হাতে ১৬ বলে মাত্র ১৬ রান করে সাজঘরে ফেরেন। এবারের বিশ্বকাপের ৫ ম্যাচে মাত্র ৫৭ রান করেন। তার সর্বোচ্চ রান পাপুয়া নিউগিনির বিরুদ্ধে। ওই ম্যাচে তিনি ২৯ রান করেন। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ রান, স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫ রান, ওমানের বিরুদ্ধে ৬ রান করে সাজঘরে ফেরেন।

Bootstrap Image Preview