Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, অক্টোবার ২০২১ | ৭ কার্তিক ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

‘বিয়ে করবেন কবে, বারোভাতারি’, ফারিয়ার পোস্ট ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ PM আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ PM

bdmorning Image Preview


ফলোয়ারদের উৎপাতে অনেকটা অতিষ্ঠ অভিনেত্রী সবনাম ফারিয়া। তা ফুঁটে উঠেছে তার এক ফেসবুক পোস্টে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার দেয়া একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ওই পোস্টে নিজের অবস্থান ও ভক্ত-অনুসারীদের বিরক্তিকর কিছু মন্তব্যও তুলে ধরেছেন তিনি। একইসাথে সাংবাদিকদের ব্যাপারেও তার বিরক্তিভাব প্রকাশ পেয়েছে ওই পোস্টে।

শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সবনাম ফারিয়ার ওই পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ২৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। মন্তব্য পড়েছে প্রায় চার হাজার।

নিচে সবনাম ফারিয়ার পোস্টটি হুবহু তলে ধরা হলো-

কেউ যদি কোনো বিষয়ে খুশি হয় আর আলহামদুলিল্লাহ বলে, এইটার মানে তার বিয়ে না!!! বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে!

বিয়েই জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেমন পরিবার, ক্যারিয়ার, পড়াশুনা, বন্ধুবান্ধব এগুলাও জীবনের একেকটা পার্ট! এখন সবাই বিয়ে নিয়ে কমেন্ট করে, যা নিয়ে পোস্ট দেই, কমেন্ট করে “বিয়ে করবেন কবে”!!! কিন্তু বিয়ে করলে আবার বলবে, “আপনাদের তো বিয়ে টিকে না”, “আবার কবে ছাড়বেন”, “বারোভাতারি”, “মিডিয়ার মানুষ খারাপ, তাদের খালি বিয়ে হয়” !!!

যেই লোক শখ করে বিয়ে করবে, এইসব কমেন্ট দেখে বিয়ের দিনই ভেগে যেতে পারে! আর মাশাল্লাহ আমাদের সাংবাদিক ভাইরা যেই সুন্দর শিরোনামে সংবাদ প্রকাশ করবেন!!! সেইটা আর না বলি। দয়া করে আমার বিয়ে নিয়ে আর কমেন্ট কইরেন না।

Been there , done that !!! শখ মিটে গেছে …।

Bootstrap Image Preview