Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির পিএসজিতেই যাওয়ার সম্ভাবনা বেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২১, ০৬:৩০ PM আপডেট: ০৮ আগস্ট ২০২১, ০৬:৩৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বার্সেলোনার অধ্যায় শেষে লিওনেল মেসির ভবিষ্যৎ ঠিকানা কোথায়? সবচেয়ে বেশি শোনা যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেইয়ের কথা। তাহলে কি পিএসজিতেই- বার্সেলোনায় মেসির বিদায়ী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল। উত্তরে মেসি জানালেন, এখনও কাউকে চুক্তির বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি।

বেশ কিছুদিন আগে থেকেই মেসির পেছনে লেগে আছে। বার্সাকে ‘না’ করার সঙ্গে সঙ্গেই বিশ্বসেরা এই তারকাকে লুফে নিতে ঝাঁপিয়ে পড়বে তারা। মেসিকে কিনতে মরিয়া ছিল আরও বেশ কিছু ক্লাব। গত বছর যখন মেসি বার্সেলোনা থেকে বিদায় নিতে চেয়েছিলেন, তখন তাকে কেনার দৌড়ে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি। কিন্তু এক বছরের ব্যবধানে ম্যানসিটি অনেকটাই পেছনে পড়ে যায়। এগিয়ে আসে পিএসজি।

শনিবার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, মেসি পিএসজিতেই যাচ্ছেন। এর সবচেয়ে বড় কারণ, সেখানে তার ঘনিষ্ট বন্ধু নেইমার রয়েছেন। যিনি এক সময় বার্সায় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। পিএসজি মালিকের ভাই এক টুইট বার্তায় জানিয়েছিলেন, মেসি পিএসজিতেই আসছেন। এরপর প্যারিসের বিখ্যাত পত্রিকা এল ইকুইপে জানিয়েছিল, মেসির সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে এবং পারিশ্রমিক দেয়া হচ্ছে বছরে ৪০ মিলিয়ন ইউরো। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন ইউরো বেশি।এরপর আজ ন্যু ক্যাম্পে বার্সার বিদায়ী সংবাদ সম্মেলনে মেসির কাছে জানতে চাওয়া হয় পিএসজিতে যাওয়া সম্পর্কে। বিষয়টা কী সত্যি? জবাবে মেসি বলেন, ‘প্যারিস সেন্ট জার্মেইতেই সম্ভাবনা বেশি এবং হ্যাঁ, এটাই সত্যি।’এরপর তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয়। কাউকে নিশ্চয়তা দিইনি। বার্সেলোনার বিবৃতি প্রকাশের পর আমি প্রচুর কল পাচ্ছি, মেসেজ পাচ্ছি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Bootstrap Image Preview