Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটে সাকিব নিষিদ্ধ: অস্ট্রেলিয়ায় খবর, শেবাগের টুইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২১, ০৪:০৬ PM আপডেট: ১২ জুন ২০২১, ০৪:০৬ PM

bdmorning Image Preview


মাঠে অশোভন আচরণের জন্য জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন মিডিয়ার কাছে।

প্রসঙ্গতঃ শুক্রবার মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আউট না দেয়ার প্রতিবাদে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব আল হাসান। এছাড়া ক্ষিপ্ত হয়ে এসে স্ট্যাম্প তুলে ছুড়ে মারেন তিনি। এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের কারণে সাকিব আল হাসানকে কী শাস্তি দেয়া হয়, সে দিকে তাকিয়ে ছিল সবাই।

অবশেষে ২৪ ঘণ্টা পার না হতেই প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ন্ত্রক কমিটি সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) পক্ষ থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারের ওপর।

এদিকে এই ঘটনায়ই মূলত তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। বরাবরের মতো এ বিষয়েও দুই ভাগ ক্রিকেট অনুরাগীরা। কেউ কেউ পিঠ চাপড়ে দিচ্ছেন সাকিবের, আবার কেউ তুলছেন অখেলোয়াড়সুলভ আচরণের প্রশ্ন। শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এ বিষয়ক আলোচনা। এরই মধ্যে এ ঘটনায় খবর হয়েছে বিশ্ব গণমাধ্যমেও।

বিশেষ করে শুক্রবার সন্ধ্যার মধ্যেই ভারতের প্রায় সব গণমাধ্যমেই ছাপা হয়েছে সাকিবের স্ট্যাম্প ভাঙার খবর, প্রকাশিত হয়েছে ঘটনার ভিডিও। এমনকি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন ক্রিকেটও তাদের টুইটার হ্যান্ডলারে আপলোড করেছে সাকিবের স্ট্যাম্পে লাথি মারার ভিডিও।

সেই ভিডিওর টুইট আবার রিটুইট করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার ভিরেন্দর শেবাগ। তবে তিনি পক্ষে বিপক্ষে কোনো মত দেননি। বরং এ বিষয়টি নিয়ে খানিক মজাই নিয়েছেন তিনি। নিজের রিটুইটে একটি ছবি যুক্ত করে দিয়েছেন শেবাগ, সঙ্গে হ্যাশট্যাগে সাকিব আল হাসান লিখে একটি বিষন্ন ইমোটিকনও দিয়েছেন।

শেবাগের রিটুইট করা ছবিতে দেখা যাচ্ছে, সাকিব আল হাসানের কান মলে দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপরীতে বাধ্য সন্তানের মতো মুচকি হাসি দিচ্ছেন সাকিব। ছবিটি তোলা হয়েছিল ২০১৭ সালে। যখন অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব।

Bootstrap Image Preview