Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাইজুলের ৫ উইকেট, বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২১, ০২:১৫ PM আপডেট: ০২ মে ২০২১, ০২:১৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের সামনে ৪৩৭ রানের লক্ষ্য দাঁড়ালো। রোববার ক্যারিয়ারের অষ্টমবারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।

ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুজ, পাথুম নিশানকা, রমেশ মেন্ডিস ও সুরাঙ্গা লাকমলের উইকেট তুলে নেন বাম-হাতি স্পিনার তাইজুল।

৪৩তম ওভারে বল করছিলেন তাইজুল। প্রথম বলে বড় শট খেলেন লাকমল। লং অফে থাকা আবু জায়েদ রাহী ক্যাচ মিস করলে তা চারে রূপান্তরিত হয়। দ্বিতীয় বলে আবারও শট খেলতে গেলে বোল্ড হন লাকমল।

চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে থেকে ফিরে নিরোশান ডিকভেলাকে বিদায় করেন তাসকিন আহমেদ। ২৫ বলে ২৪ রান তুলে তিনি।

এর পর ১২ বলে খেলে ৮ রান তোলা মেন্ডিস তাইজুলের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

সকালে ২৫৯ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। ২ উইকেটে স্কোর বোর্ডে রান ছিল ১৭। ব্যাট হাতে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিমুথ করুণারত্নে।

দলীয় ৩৯ রানে তাইজুলের বলে ফিরে যান ম্যাথুজ। ৩৫ বলে ১২ রান করে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ধরা পড়েন তিনি।

করুণারত্নে থামেন ৭৮ বলে ৬৬ রান কনে। দলীয় ১১২ রানে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হোসেনের বলে।

এদিকে ৫২ বলে ৪১ রান করে বিদায় নেন এরপর ধনঞ্জয়া ডি সিলভা। মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

অন্যদিকে ৩১ বলে ২৪ রান করা পাথুম নিশানকা তাইজুলের বদলে শরিফুল ইসলামের হাত ক্যাচ তুলে দেন।

শনিবার তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১৭ রান তু লঙ্কানরা। দলীয় ১৪ রানে মিরাজের বলে আউট হন লাহিরু থিরিমানে। আর এক রান যোগ হতেই তাইজুলের বলে আউট হন ওসাদা ফার্নান্দো।

প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

Bootstrap Image Preview