Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তান নিয়ে এক হয়েছে তুরস্ক- পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০৫:০০ PM আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ০৫:০০ PM

bdmorning Image Preview


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানকে কথা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিফোনে তিনি বললেন, আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য সব রকম সহযোগিতা দেবে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। এ সময় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক প্রেক্ষাপটে ইমরান খান আফগানিস্তানে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন।সম্প্রতি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ইমরান খান বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। সেখানে যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে যে শান্তিচুক্তি হয়েছে এবং আফগানিস্তান নিয়ে যেসব সমঝোতা প্রচেষ্টা নেয়া হয়েছে তাতে সমর্থন থাকবে পাকিস্তানের। আফগানিস্তানে বহুপক্ষীয় সমঝোতা প্রচেষ্টাকে তিনি ঐতিহাসিক এক সুযোগ হিসেবে আখ্যায়িত করেন। এই সুযোগকে ব্যবহার করে আফগানিস্তানের নেতাদের সবাইকে এক সঙ্গে নিয়ে ব্যাপকভিত্তিক এবং বৃহত্তর রাজনৈতিক সমাধান বের করা উচিত। এক্ষেত্রে তুরস্কের ভূমিকার প্রশংসা করেন ইমরান খান।

Bootstrap Image Preview