Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শুক্রবার, মে ২০২১ | ২৪ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

অবশেষে পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন ওমর সানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০২:৫১ PM আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ০২:৫১ PM

bdmorning Image Preview


ঢাকাই ছবির সুপারস্টার ওমর সানী। টানা ১৩ দিন পর ১৫ এপ্রিল বাসায় ফিরেছেন তিনি। নায়কের পরিবারের সবাই কোভিড-১৯ পজিটিভ হওয়ার বাসার বাইরে ছিলেন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ওমর সানী নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম। আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন। হে আল্লাহ আপনার কাছে আমার সেজদা, রোজার উছিলায় এই মহামারি দূর করে দিন।’

গেলো ৪ এপ্রিল ছেলে ফারদীন ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী মৌসুমী। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আইসোলেশনে ছিলেন তারা। বর্তমানে পরিবারের সবার কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। সবাই এখন সুস্থ আছেন।

গেলো ২৬ মার্চ কুমিল্লার মেয়ে কানাডা প্রবাসী আয়েশার সঙ্গে তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদীনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে কয়েকদিন বেশ ব্যস্ত ছিলেন তারা। বিয়ে সম্পন্ন হওয়ার পরই তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

Bootstrap Image Preview