Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রথমবার অংশ নিয়েই সোনা জিতলেন রুমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৫:৫৭ PM আপডেট: ০৬ এপ্রিল ২০২১, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ পেলেন রুমা খাতুন। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমস (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির এই অ্যাথলেট।

৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর কওে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুলৈ তামান্না তাবাসসুম ব্রোঞ্জ জিতেছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। সোনার পদক জিতে উচ্ছসিত ফরিদপুর থেকে ওঠে আসা এই অ্যাথলেট।

‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’

তায়কোয়ান্দোতে নারী দ্বৈতে সেনাবাহিনীর স্বর্ণ

সিনিয়র নারী পুমস দৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানি ও আনিকা আক্তার। (১৭-২৪ বছর) ক্যাটাগরিতে অ্যানি ও আনিকা স্কোর করেন ৭.৩০। রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তারের স্কোর হলো ৭.১০।

৬.৯০ স্কোর করে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং ৬.৮০ স্কোর করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন।

তায়কোয়ান্দো পুমস নারী দলীয় ইভেন্টে আনসারের স্বর্ণ

নারী পুমস সিনিয়র (১৭-২৪ বছর) দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ৭.১০ স্কোর করে আনসারকে সোনার পদক এনে দেন রুমা খাতুন, আশিফা আরজু ও রিমা খাতুন। ৬.৯৫ স্কোর করে রৌপ্য জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন, মোছা:ইভা ও মোছা:ময়না। ৬.৮০ স্কোর করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম, জিং রোয়াত ইয়াং বম, মিলিনিয়াম পার এবং ৬.৭০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি, মারিয়া জান্নাত ও ইরিন আহমেদ চৌধুরী রিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন।

তায়কোয়ান্দোতে নূর উদ্দিনের ডাবল

পুরুষ পুমস সিনিয়র (১৭-২৪ বছর) ইভেন্টে দুটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নূরুদ্দীন হোসাইন। ছেলেদের ব্যক্তিগত পুমস ইভেন্টে ৭.৬০ স্কোর কওে স্বর্ন জিতেন নূরুদ্দীন হোসাইন। রৌপ্য জেতেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ফয়সাল আহমেদ (৭.২০)। ৭.১৫ স্কোর করে বাংলাদেশ পুলিশের রেদুয়ান আহমেদ এবং ৭.১০ স্কোর করে বাংলাদেশ সেনাবাহিনীর রুম্মান চৌধুরী ব্রোঞ্জ পদক জেতেন।

সিনিয়র পুরুষ দ্বৈতে মো: সাগর শেখকে নিয়ে স্বর্ণ জেতেন নূরুদ্দীন। এই ইভেন্টে ৭.৩০ স্কোর করে প্রথম হন বাংলাদেশ আনসার ও ভিডিপির নূরুদ্দীন হোসাইন ও সাগর। ৭.১০ স্কোর করে রৌপ্য জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. রুম্মান চৌধুরী এবং মো: ইমন। ৬.৯০ স্কোর করে বর্ডার গার্ড বাংলাদেশের মো: সাইফুর রহমান ও সবিনয় মারমা এবং ৬.৮৫ স্কোর করে বাংলাদেশ পুলিশের মো: মেহেদি আল সোহান ও মো: জিহাদ ব্রোঞ্জ পদক জেতেন।

Bootstrap Image Preview