Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর কাঁধে ভর করে দাঁড়িয়ে বাংলাদেশ : সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১১:২৫ AM আপডেট: ১৭ মার্চ ২০২১, ১১:২৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ (১৭ মার্চ)। ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারতবর্ষের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

দেশে নানাবিদ কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে জাতির জনকের এবারের জন্মদিন। পারিবারিক কারণে দেশে না থাকলেও, বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বঙ্গবন্ধুর লক্ষ্য-পরিকল্পনার ওপর ভর করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলে মনে করেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়।

আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে তৃতীয় সন্তানের পিতা হয়েছেন সাকিব আল হাসান। মা-ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন সাকিব। পরিবারের পাশে থাকতে এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান তিনি।

Bootstrap Image Preview