Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমি নিয়ে বিরোধে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৫:১৭ PM আপডেট: ০৮ মার্চ ২০২১, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জমি সংক্রান্ত বিরোধে যশোরের মণিরামপুরে বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ মার্চ) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক এমএ হামিদ এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৩৮) মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের এনায়েত আলীর ছেলে।

যশোর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের এনায়েত আলীর ছেলে আব্দুর রহিম তার বোন নূরজাহান বেগমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হওয়ায় সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

Bootstrap Image Preview