Bootstrap Image Preview
ঢাকা, ৩১ শনিবার, জুলাই ২০২১ | ১৬ শ্রাবণ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

যে কারণে নাসিরের প্রেমে পরেছেন তামিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৯ PM আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা তাম্মীকে বিয়ে করেছেন জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর রাকিব নামে এক ব্যক্তি নিজেকে তামিমার স্বামী দাবি করায় বিয়ে নিয়ে বির্তক শুরু হয়।

এ নিয়ে গেলো বুধবার মুখ খুলেছেন নাসির ও তামিমা। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির-তামিমা। যে কারণে নাসিরের প্রেমে পড়েন সেটিও জানান তামিমা।

তিনি বলেন, ‘নাসিরকে নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে। কিন্তু ওকে (নাসিরকে) যদি আবিষ্কার করা হয়, সে খুবই ভালো একজন মানুষ। ও পুরো বাচ্চাদের মতো। তার মাঝে কোনো জটিলতা নেই।’

তামিমা আরো বলেন, ‘নাসির শো-অফ করে না। ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয় যেটা সাধারণ সেলিব্রেটিরা করে না কখনো। ওই লোকের সাথে কথা বলা যাবেনা, এটা করা যাবেনা, ওঠাবসা করা যাবেনা- ওর ভেতরে সেগুলো কোনো কিছুই নেই।’

ব্যাট ও বলে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন নাসির। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে তিনি। নাসিরের কাছে তামিমার চাওয়া, নাসির যেন বাংলাদেশের হয়ে অন্তত একটা ম্যাচ খেলেন।

Bootstrap Image Preview