Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২১ | ২ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

কেবিন ক্রুকে জীবনসঙ্গী করলেন ক্রিকেটার নাসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৭ AM আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৭ AM

bdmorning Image Preview


গেলো ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেছেন নাসির হোসেন। ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় ছোট পরিসরে আকদ সম্পন্ন হয়েছে বাংলাদেশ দলের তারকা এই ক্রিকেটারের। অনুষ্ঠানে দুই পক্ষের ঘনিষ্ঠ জনরা উপস্থিত ছিলেন।

কনের নাম তামিমা তাম্মি। গ্রামের বাড়ি টাঙ্গাইল। পেশায় তিনি বিমানের কেবিন ক্রু। বর্তমানে সৌদি এয়ারলাইন্সে কর্মরত রয়েছেন।

নিজ অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন নাসির। ক্যাপশনে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের নতুন যাত্রার জন্য দোয়া করবেন।’

গেল বছর ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়ে আলোচনায় এসেছিলেন নাসির। তবে কিছুক্ষণের মধ্যে পোস্টটি মুছেও ফেলেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছিলেন শিগগিরই বিয়ে করতে চলেছেন তিনি। অবশেষে পারিবারিকভাবেই করা হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি নাসিরের পরিবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে। ১৭ ফেব্রুয়ারি দুই পক্ষ মিলে গায়ে হলুদের আয়োজন করতে চলেছে।

দীর্ঘদিন জাতীয় দলে দেখা যায়নি নাসিরকে। করোনার পর দুটি ঘরোয়া টুর্নামেন্টেও সুযোগ হয়নি খেলার। তবে সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে খেলে এসেছেন। পুনে ডেভিলসের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের জার্সিতে ১৯ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ২৯ বছর বয়সী নাসিরের।

Bootstrap Image Preview