Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমার মনে হয়েছে, কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে যাবে ওরা এই চিন্তায় ছিল’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৭ PM আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৭ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে হার দিয়ে শুরু, এরপর টেস্টে বাংলাদেশ দুল আলোর মুখ দেখছে না। টেস্ট দলের নতুন অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে ভরাডুবি টাইগারদের। মুমিনুলের নেতৃত্বে ৬টি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেই শুধু জয় পেয়েছে বাংলাদেশ। মাঝে এক বছরের লম্বা বিরতির পর মাঠে নেমে উইন্ডিজের কাছে দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।

এসব মিলে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলন করে নিজের হতাশার কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজ থেকে শুরু, এর আগে এমনটা দেখিনি। ওই ম্যাচে হারের পর আমার খুবই মন খারাপ ছিল। এবার উইন্ডিজের সঙ্গে দুটো ম্যাচই দেখলাম এবং দুটোতেই খুব খারাপ খেলেছি আমরা। প্রথম ম্যাচে ভাগ্য খারাপ ছিল, আসলে এসব কিচ্ছু না। দ্বিতীয় ম্যাচেও খুবই খারাপ খেলেছি।’

ঢাকা টেস্ট নিয়ে পাপন বলেন, ‘আমরা যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি এটা কোনো দলেই দেখিনি। কোনো খেলোয়াড় যদি একইভাবে বারবার আউট হয় সেটা মেনে নেয়া কঠিন। আউট হতেই পারে ভালো বলে। কিন্তু যে সব বলে আউট হয়েছে, তবে মুশফিক ভালো বলে আউট হয়েছে, কিন্তু বাকি আউটগুলা মানা যায় না।’

দলের সমস্যা নিয়ে বোর্ড প্রধান বলেন, ‘আসলে সমস্যাটা কোথায়। দলে তো আহামরি কোনো পরিবর্তন আসেনি। আমি যদি বলি, কোনো কিছুই আসলে ঠিক নেই। প্রত্যেকটা ম্যাচের আগে, দিনের আগে, সেশনের আগে স্ট্রেটেজি থাকে প্ল্যান থাকে। কিন্তু কিছুই ছিল না। যে যার যার মতো খেলে দিয়ে আসছে।’

তবে এসব প্ল্যান ছাড়া কোনো কিছু চলতে না দেয়ার কথাও বলেন পাপন। ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক, কোচ বদলের। তিনি বলেন, ‘এসব তো রাতারাতি বদলানো যাবে না। তবে এভাবে চলতে দেয়া যাবে না। আমরা হারতে পারি কিন্তু এভাবে একটা দলকে ছোট করে দেখা, ৩৯৫ রানের লিড দিয়েও হেরে যাওয়া। আমার মনে হয়েছে, কত তাড়াতাড়ি ড্রেসিং রুমে যাবে ওরা এই চিন্তায় ছিল।’

পাপন আরও যোগ করেন, ‘চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের জন্য বলা হয়েছিল দুই পেসার খেলানো হবে কিন্তু শেষে খেলায়নি কেন? এসবের জবাব দিতে হবে অধিনায়ক ও কোচকে।’

Bootstrap Image Preview